Friday, 12 April 2019

জীবন নদী

সূর্যকিরণ নদীর বুকে চাঁদের জোছনা,
নদী যেন বড়ই সুখী নেই কোন ভাবনা।
চাঁদ সূর্য নক্ষত্রে জীবনও আলোকময়,
মন খুশি ভাবনাহীন  সুখের সময়।
পাহাড়গর্ভ হতে জলরাশি ধায় বেগে--
জীবননদীও বয়ে যায় সুখ দুঃখ আবেগে।
উত্তাল নদী বেপরোয়া- ভরা বর্ষায়,
কি ভীষণ রাগে ফুঁসে দুকূল ভাসায়।
কূল ছাপিয়ে আনে প্লাবন  প্রবল বন্যায়,
শোনে না বারণ,বোঝে না- এ অন্যায়।
স্বাধীন চলার পথে তাই বাধা বাঁধন,
যদি সে বাঁধ মানে- মানে অনুশাসন।
আঁকাবাঁকা পথে নদী-কখনো শান্ত,কখনো উচ্ছ্বল;
জীবনপথও সোজা নয়  হাসিকান্নার দোলাচল।
ভাঙে নদীর কূল,তরী ভেসে চলে,নদী গড়ে জীবন;
ভাঙে কত ভুল,স্মৃতি ভাসে,ভাঙাগড়া নিয়ে চলে জীবন।
কূল ঢাকা জল,জলে ঢাকা কৃল- জোয়ার এলে,
জীবনেও আসে জোয়ার,প্রাণোচ্ছ্বল জীবন দোলে।
নদী বুঝি ধেয়ে চলে সাগরের পানে,
জীবনও প্রবহমান- স্তব্ধ সে মরণে।
নদীতে জোয়ারভাঁটা,যুগে যুগে সঞ্চিত পলির স্তর;
স্মৃতি বিস্মৃতি,অভিজ্ঞতার সঞ্চয়- এজীবন নশ্বর।।
         

         ―লিপি ঘোষ হালদার

1 comment:

ধূমকেতু নেতা

ধূমকেতু নেতা সব, চেয়ারের কলরব। নিজ নিজ স্বার্থে, ভোটের অর্থে, চমক দিয়ে জিতে গেল? তারপর, তারপর আর কি, জানতাম ওরা ভুলে যাবে, বসে বসে হ...