Friday, 12 April 2019

একলা আমি

আমি একা আছি ভালো আছি।
আমার দুপুর আমার সন্ধ‍্যা কাটাব আমার মত,
রাতে বসে গুনব তারা আকাশে আছে যত
কারন,আমি আমার মত।
যখন রাত্রিবেলায় আকাশ হতে বৃষ্টি পড়বে ঝড়ে
তখন আমি কাটাবো সময় কবিতার ব‌ই পড়ে।
শালিক যখন গায়বে গান,এসে মোর আঙ্গিনায়
ভেসে যাবো তব আমি আপন ভাবনায়।
যখন সাতসকালে গায়ে এসে পড়বে রৌদ্দূর
খাবারের খোঁজে যাবে পাখি,গান গেয়ে সূমধূর
মনের মাঝে তখন আমার উঠবে জেগে ভাটিয়ালি সূর।
যখন রাখাল গরু ল‌ইয়া যাবে মাঠে
তখন আমিও যবো আপন পাঠে।
ক্লান্ত পাখি বাসায় ফিরবে গোধূলি বেলা,
শিশু বালক শেষ করবে খেলা,
তখন আমি ভাসিয়ে দেব সৃষ্টিসুখের ভেলা।
যখন রাত্রি বেলায় সবাই দেয় ঘুম
তখন আমার উঠবে জেগে গল্প পড়ার ধুম।
যখন বর্ষায় নদীনালা উঠবে মেতে,
যখন ডালে ডালে উঠবে ফূটে বসন্তে ফুল
তখন আমি আন্দদে হারায় যেন দু-কুল।
এসব জানি আনেকের লাগেনা ভালো
বলে, আর কত ঢং দেখবো যত
কারন, আমি আমার মত।

     ― আকির হোসেন মল্লিক

No comments:

Post a Comment

ধূমকেতু নেতা

ধূমকেতু নেতা সব, চেয়ারের কলরব। নিজ নিজ স্বার্থে, ভোটের অর্থে, চমক দিয়ে জিতে গেল? তারপর, তারপর আর কি, জানতাম ওরা ভুলে যাবে, বসে বসে হ...