Friday, 12 April 2019

আসতে হবে

আসতে হবে ঘুরে ফিরে, অবজ্ঞা এই দ্বারে।
বিশ্ব যখন নিঃস্ব হবে, ডুববে অহংকারে।
তাই নতুন জগৎ গড়ছে স্রষ্টা, আঁকছে সভ্যতা।
সেই জগতেই আসতে হবে, বসতে ভালো হাজার কবিতা।।

সৈয়দ মহঃ সাবির আলি

No comments:

Post a Comment

ধূমকেতু নেতা

ধূমকেতু নেতা সব, চেয়ারের কলরব। নিজ নিজ স্বার্থে, ভোটের অর্থে, চমক দিয়ে জিতে গেল? তারপর, তারপর আর কি, জানতাম ওরা ভুলে যাবে, বসে বসে হ...