একটা পেন গোটা দেশটাকে,
ভেঙে ফেলে ম্যাপে।
আর একটা পেন কোর্টের টেবিলে,
পাপ-পুন্য মাপে।
একটা পেন পরীক্ষার খাতায়,
ভাগ্য লিখে আসে।
আর একটা পেন লাল কালিতে,
খাতা দেখে হাসে।
একটা পেন নীল-লাল রঙে,
প্রথম লেখা শেখে।
আর একটা পেন প্রতি কাগজে,
প্রতিবাদ তুলে রাখে।
একটা পেন ডাইরির পাতা,
গানে ভরিয়ে তোলে।
আর একটা পেন রাস্তায় পরেই আছে,
এই যদি কেও তোলে।
একটা পেন লিখছে চিঠি,
সারাটা রাত জেগে।
আর একটা পেন হিসেব মেলায়,
মাইনে পাওয়ার আগে।
একটা পেন শুধু লিখেই যাচ্ছে,
ছাপা হচ্ছে বলে।
আর একটা পেন কেবলই শুনছে,
লিখতে হবে বলে।
একটা পেন থমকে আছে,
প্লট পায়নি বলে।
আর একটা পেন ভাঙবে বলে,
আসামী কেঁদে ফেলে।
একটা পেনের একটা সই,
ফেরাতে পারে প্রাণ।
আর একটা পেনের ক্ষমতা খুব,
রোজ বাড়ায় সম্মান।
একটা পেন সাদা পোস্টারে,
শব্দ জুড়ে দেয়।
আর একটা পেন খালি পেটে,
গরম ভাত জোগায়।
একটা পেনের কথা সবার
মুখে শোনা যায়।
আর একটা পেনের ব্যাথা
ঢাকনাতেই থেকে যায়।
একটা পেন দেখছে সবই, শুনছে সবই,
লিখছেনা কোন কিছু।
এই যদি মৌ-রানীর কর্মী,
লাঠি নিয়ে, নেয় পিছু।
― আমিমোন ইসলাম
No comments:
Post a Comment