ধূমকেতু নেতা সব,
চেয়ারের কলরব।
নিজ নিজ স্বার্থে,
ভোটের অর্থে,
চমক দিয়ে জিতে গেল?
তারপর,
তারপর আর কি,
জানতাম ওরা ভুলে যাবে,
বসে বসে হওয়া খাবে।
সব, কথা দিয়ে ভুলে গেছে
ধূমকেতু নেতারা।
জনগণ বোকা নেই,
করে দেবে সর্বহারা।।
―সৈয়দ মহঃ সাবির আলি
ধূমকেতু নেতা সব, চেয়ারের কলরব। নিজ নিজ স্বার্থে, ভোটের অর্থে, চমক দিয়ে জিতে গেল? তারপর, তারপর আর কি, জানতাম ওরা ভুলে যাবে, বসে বসে হ...
No comments:
Post a Comment