বক ডানা মেলে নিভৃতে আকাশ খোঁজে
নদীতে সাঁতার কাটা ছেলে নৌকায় ওঠে,
ক্রমমান শস্যখেত জিমন্যাস্টিকে হয় আবদ্ধ,
দুই লেডিস অপরূপা সিঁড়িতে বসে হৃদয়খননে।
মাটির পৃথিবী , মাটির মানুষ জলের আঁধারে,
স্বপ্নালুর স্বপ্নফেরীতে একগুচ্ছ দুব্বাঘাস,
সব ঘেটে ‘ঘ’ হয়,আঁধার- বাদার হয় মন
অচেতনের গ্রাহ্য সম্বলিত খড়ের কুঁড়ের আকাশে।
আর এক বধূ টুকটুকে লাল শাড়ি পড়ে--
শেষ সন্ধ্যায় প্রথম সন্ধ্যা প্রদীপ জ্নালায়।
― শুভঙ্কর বিশ্বাস
No comments:
Post a Comment