এই কালশিটে দাগ ঢেকে গেলে জলছাপে
ফুল ফোটে কৃষ্ণচূড়ায়
আর ঘরছাড়া জ্যোৎস্না, স্বপ্ন পায় ভালোবাসায়
তারপর ঘুণ ধরা কড়িকাঠ
আড়মোড়া নিলে
আদ্যি কালের তেঁতুল পাতার আড়ালে
রাত নামে
পেঁচার শিকারী ঠোঁট হয়ে
গুনগুন স্বরে ভবিষ্যৎ তখন
অস্বীকার করে জীবনের সব আলিঙ্গন
তবুও শোধ হলে সব ঋণ
ক্ষতরা হাসে হাসনুহানা পাপড়ি হয়ে
আর লকলকে জীভে তিরবিদ্ধ হয়
শ্রাবণ আকাশ
কোন এক মন্ত্রবলে বনফুল হয় ঈশ্বর
আর প্রসব যন্ত্রনায় কাঁদে বেচারা সময়
বেনামি মৃত্যু উপত্যকায়
তখন রিমঝিম ভেজে
বেলওয়ারী রূপকথা
― সন্দীপ ভট্টাচার্য
No comments:
Post a Comment